মাহিদুল ইসলাম মাহি
মানিকগঞ্জের হরিরামপুরে ৩৫০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি (শনিবার) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন মিয়ার পক্ষ থেকে পদ্মা ভাঙনকবলিত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাতেন মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার পরামর্শে আমার ইউনিয়নের নদী সিকস্তি অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। আমরা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে সাধারণ মানুষের পাশে সবসময়ই ছিলাম, আছি এবং থাকব।”
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম,- আহ্বায়ক জাফর আহমেদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ খান ও মোস্তফা কামাল তিলামদ্দিন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. জাকির হোসেন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন