হরিরামপুরে উন্মুক্ত লটারিতে খাদ্য বান্ধ কর্মসূচি ও ওএমওস এর ডিলার নিয়োগ

Spread the love

মাহিদুল ইসলাম মাহি 

মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন পর্যায়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমওস এর ডিলার নিয়োগ উন্মুক্ত লটারীর মাধ্যমে  হয়েছে।

বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের সভাপতিত্বে এই লটারী অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে  ২৪ জন ডিলার নিয়োগ হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা কাজী একেএম রাসেল, উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেয়া সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন। খাদ্য বান্ধবে ৫৭ জন এবং ওএমএস এ ৩১ জন আবেদন করেন।

Scroll to Top