মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর মোল্লাপাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উলাইল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের সভাপতিত্বে এবং দলিল লেখক আইয়ুব মোল্লার পরিচালনায় বক্তব্য দেন – নিহতের ছেলে মোশারফ হোসেন মোল্লা, ভাতিজা সাইফুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান, মহর আলী মোল্লা, সায়েদ মোল্লা ও আলী সাহেব মোল্লা প্রমুখ।

এর আগে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হত্যাকান্ডের ঘটনাস্থল প্রদিক্ষণ শেষে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, “শারফিন হত্যা মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর সন্ধ্যায় মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে শারফিন মোল্লা চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকানে চা পান শেষে বাড়ি ফিরছিলেন। এসময় কোরবান আলীর বাড়ির সামনে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর দিন নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

