মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

সিংগাইরে ভ্রাম্যমান আদালতের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিংগাইর-হেমায়েতপুর সড়কের জায়গায় নির্মিত একটি পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর সড়কের জায়গায় নির্মিত একটি পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সড়কের ধল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন জায়গা থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-সিংগাইর- হেমায়েতপুর আঞ্চলিক সড়কের উপজেলার ধল্লা ফাঁড়ি সংলগ্ন জায়গা দখল করে আনোয়ার হোসেন নামে এক স্থানীয় ব্যবসায়ী পাকা দোকান ঘর নির্মাণ করেন। বিষয়টি উপজেলা ভূমি অফিসের দৃষ্টি গোচর হলে দোকান মালিককে স্থাপনাটি ভেঙ্গে অন্যেত্রে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। এরপরও স্থাপনা না সরালে বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় ভেকু দিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙ্গে সড়কের জায়গা দখলমুক্ত করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন। তাকে সহযোগিতা করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই মো. রেজাউল হক ও ধল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আবু তাহের।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন জানান, সরকারি জায়গায় অবৈধ স্থাপনাটি সরিয়ে নিতে দখলদারকে নোটিশ দেওয়া হয়। এরপরও না সরালে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাটি ভেঙ্গে দিয়ে সড়কের জায়গা দখলমুক্ত করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ