নিজস্ব প্রতিবেদক :
ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ব্রী কালিয়াকৈর গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ
মো. আসান্দি। গাছ কাটাকে কেন্দ্র করে সম্প্রতি ওই গ্রামের বখাটে মোতালেব ওরফে হামজার নেতৃত্বে ৭-৮ জন ওই বৃদ্ধকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে রমজান আলী বাদি হয়ে সিঙ্গাইর থানায় সাতজনকে আসামি করে মামলা করেছে। তবে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও কোন আসামি এখনো গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
মামলার বাদি রমজান আলী বলেন,গত ২৮ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে প্রতিবেশী বখাটে মোতালেব ওরফে হামজা,হৃদয় আহমেদ পাণ্ড,হারুনসহ কম ৭-৮ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে সজ্জিত হয়ে আমার বসতবাড়িতে ঢুকে বৃদ্ধ বাবা মোঃ আসান্দিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো দা দিয়া আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে এলোপাতারে আঘাত করে। এতে আমার বাবা রক্তাক্ত গুরুতর জখম হয়। এসময় বাবার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমার বাবা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা গুরুতর।
মামলার বাদীর অভিযোগ ঘটনার পর মামলা করা হলেও কোন আসামী এখনো গ্রেফতার হয়নি।
ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তার পরিবারটি জানিয়েছেন।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, বৃদ্ধকে মারধরের ঘটনায়
গত ১ জানুয়ারি ৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চলছে।