উৎসবমুখোর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল প্রিমিয়ার লীগ
ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দল ফুটবল একাডেমির উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোবিন্দল ডুবাইল ক্লাবকে পরাজিত করে ২-০ গোলে বিজয়ী হন গোবিন্দল বন্ধু মহল এসএসসি ব্যাচ ২০১৫। এছাড়া খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের গোলকিপার মোস্তফা।
এদিন বিকেল ৪ টার দিকে খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সমাজ হিতৈষী মো: মোয়াজ্জেম হোসেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে স্কুল ভবন ও আশপাশের বাসা-বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন।
খেলা শেষে সিংগাইর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাদশা মিয়ার সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়। খেলায় বিজয়ী দল গোবিন্দল বন্ধু মহল এসএসসি ২০১৫ ও পরাজিত
গোবিন্দল ডুবাইল ক্লাবের খেলোয়ারদের হাতে পুরুস্কার তুলেদেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাগর ও সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলাইমান কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, ইউপি সদস্য আমজাদ হোসেন, রাহেজ উদ্দিন, লিয়াকত হোসেন, খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, আব্দুল হালিম, ব্যবসায়ী আহসান হাবিব, সাদেক্কাস, মোশাররফ হোসেন, মোন্নাফ বেপারি, রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আবুল কালাম,
সহকারী রেফারি ছিলেন ফজলুল হক, শাহাদাৎ হোসেন ও মো: হৃদয়।ধারাভাষ্যকার ছিলেন এইচআর হাবিব ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল।
সিংগাইরে গোবিন্দল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
🕙 প্রকাশিত : ১২ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৬ পূর্বাহ্ণ

