নিজস্ব প্রতিবেদক :ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রুটে সাত ঘন্টা পর
ও মানিকগঞ্জের আরিচা- পাবনার কাজিরহাট নৌপথে ৬ ঘন্টা পর ফেরি চালাচল শুরু হয়েছে ।
রোববার দিবাগত রাত ১২ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম।
এছাড়া আরিচা কাজিরহাট নৌরুটেও রোববার রাত ১ টা থেকে সকাল সাতটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
দুই নৌরুটের (আরিচা কার্যালয়) ডিজিএম নাসির উদ্দীন জানান, রোববার দিবাগত রাত ১১ টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে ১২ টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কপোতী, শাহ পরাণ ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আটকে থাকে। পরে তারা ফেরি চলাচল শুরু হলে ঘাটে আসে। এছাড়া আরিচা কাজিরহাট নৌরুটে রোববার রাত ১ টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। আরিচায় মাঝ নদীতে ধানসিঁড়ি ও হামিদুর রহমান নামের ফেরি আটকে থাকে। পরে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি দুটি ঘাটে পোঁছেছে।
