মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ৫৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আসন্ন বোরো মৌসুমে কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফলন বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সাটুরিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চত্বরে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৫০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে  বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি উপকরণ বিতরণ উদ্বোধান করেন।

এসময় সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. তারেকসহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের ৪৫০ জন উফশী বোরো চাষীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ১০০ জন হাইব্রিড বোরো কৃষককে দেওয়া হয়েছে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ। এসব মানসম্মত বীজ ও সার বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ