আব্দুল রাজ্জাক
মানিকগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে জেলা শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য তোবারক হোসেন খান রিয়াদ, খানবাহাদুর কলেজের মানবসম্পদ ব্যবস্থাপনা প্রভাষক মোঃ রুহুল জামাল সুজন, অভিভাবক সদস্য বুলবুল আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সরকার প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।