স্কুলের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত হয়ে ওঠেন মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ স্লোগানে
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল হতে রাত পর্যন্ত বিদ্যালয়ে নবীন আর প্রবীণদের এক মিলনমেলা বসেছিল ।
অনুষ্ঠানে কয়েক হাজার সাবেক আর বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এসেছেন। অনেকের সাথে ৩০-৪০ বছর পর দেখা হয়েছে। স্বাধীনতার আগে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন, বোর্ডে সেরাদের একজন মো. শামসুর রহমান। ঢাকা পলিটেকনিক এ শিক্ষকতা করেছেন ৩০ বছরের বেশি সময়। তিনি জানান, দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভালো লেগেছে।
সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এরপর বেলা ১১টার দিকে উদযাপন পরিষদের আহ্বায়ক ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
আফরোজা খানম রিতা বলেন,! আমার বাবা এই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। আমার আজকের এ অবস্থানে আসার একমাত্র কারিগর আমার বাবা। আমাদের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে।
ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক মো. আইয়ুব খান বলেন, এই বিদ্যালয় না থাকলে আমরা আজকের এই অবস্থানে আসতে পারতাম না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুতফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার ও সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

