মোবাইল হারানোর জিডি, উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

Spread the love

মো:নোমান আহম্মেদ

মানিকগঞ্জ থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন বলেন, মানিকগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জনগণের নিরাপত্তা ও সেবায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন ব্যবহারের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে এবং কোনো মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা।

Scroll to Top