মানিকগঞ্জে ৩ দিন ব্যাপী পিঠা ও গুড় মেলা শুরু

Spread the love

মো:নোমান আহম্মেদ

তরুণ্য উৎসব উপলক্ষ্যে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে পিঠা ও গুড় মেলা।

আজ মঙ্গলবার সকালে পিঠা ও গুড় মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক, ড.মানোয়ার হোসেন মোল্লা,উদ্বোধনী শেষে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

পিঠা ও গুড় মেলা আজ ২৮ জানুয়রি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত উদযাপিত হবে।এই মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল রয়েছে।

Scroll to Top