নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আজ বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার আমির হোসেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জাকিরুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ সহিম উদ্দিন, জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, ডাঃ শাহিদুর রহমান খান, কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, দারুল আমার ট্রাষ্ট্রের সেক্রেটারী দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ মাঠে ছাত্র-শিক্ষক অভিভাবকসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।