মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Spread the love

মাহিদুল ইসলাম মাহি

মানবতা আমাদের অনুপ্রেরণা স্লোগানে মানিকগঞ্জে 

লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে 

অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ এর অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির জেলা গভর্নর ঘোষিত জানুয়ারি সেবাপক্ষের কর্মসূচির আওতায় স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউট, মানিকগঞ্জ ক্যাম্পাসে প্রেসিডেন্ট লায়ন কাজী মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার, ক্লাব পরিচালক এবং এনপিআই ইউনিভার্সিটিঅব বাংলাদেশ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান লায়ন ইঞ্জি: মোঃ শামসুর রহমান শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সহ-সভাপতি ওএনপিআই, মানিকগঞ্জ এরপরিচালক লায়ন ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেন, এমজেএফ,ক্লাব সহসভাপতি লায়ন দেওয়ান মোঃ গিয়াস মাহমুদ, সাবেক সভাপতি লায়ন আবুল বাশার, সিআরপি মানিকগঞ্জ এর অধ্যক্ষ মাহববুর রহমান,

স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউট, মানিকগঞ্জের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সকিম উদ্দিন সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Scroll to Top