মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা

Spread the love

নিজস্ব প্রতিবেদক 

জেলার ঘিওর উপজেলায় সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদরাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার  রাত আটটার দিকে ঠাকুরকান্দি  নিজ বাড়ির বাথরুমের সামনে তার মরদেহ পাওয়া যায়  ।

 বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত সুমাইয়া আক্তার স্থানীয় জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন। 

মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী আলি হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকারকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় আনা হয়েছে।

Scroll to Top