শহিদুল ইসলাম সুজন মানিকগঞ্জ প্রতিনিধি,২ ডিসেম্বর
মানিকগঞ্জে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্তে শুভ উদ্ভোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: বশির আহমেদ ও সিভিল সার্জন ডা: মো: মোকছেদুল মোমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুদিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ই ডিসেম্বর। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল দৈনিক টেলিগ্রাম।উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন মানিকগঞ্জ পৌরসভা ও দৌলতপুর উপজেলার খেলোয়ারবৃন্দ ।