মো:নোমান আহম্মেদ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে মানিকগঞ্জে এক জাঁকজমকপূর্ণ বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে বর্ষা সেরা বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতা,আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেওথা এলাকায় জেলা সমন্বিত ভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দক্ষ জাতি গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে তাদের শারীরিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী বডি বিল্ডিং অত্যন্ত সমাদৃত, আমরাও চাই সারা জেলায় তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে, যাতে তারা সুস্থ ও ফিট থাকতে পারে।”
উপস্থিত অতিথিবৃন্দ,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।
বিজয়ীদের পুরস্কার বিতরণ,প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষা সেরা বিজয়ী হিসেবে তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগীদের শারীরিক সক্ষমতা, দৃঢ় মনোবল ও বডি বিল্ডিংয়ের প্রতি আগ্রহ দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
তারুণ্য উৎসব ২০২৫: নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে,তারুণ্য উৎসব ২০২৫-এর অংশ হিসেবে এই বডি বিল্ডিং প্রতিযোগিতা জেলার তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার পাশাপাশি প্রতিযোগিতাটি নতুন প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভবিষ্যতে মানিকগঞ্জে এমন আরও প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।