মানিকগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ভাষাশহীদ রফিক স্মৃতি একাডেমি বিজয়ী

Spread the love

মো: নোমান আহম্মেদ

মানিকগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় তারুণ্যের উৎসব ২০২৫  টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা।

মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদল, আব্দুল মোমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় গোলড়া স্কিল ক্রিকেট একাডেমিকে হারিয়ে সিঙ্গাইর ভাষাশহীদ রফিক স্মৃতি একাডেমি বিজয়ী হয়।

Scroll to Top