মানিকগঞ্জে জামায়াত নেতাকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

মানিকগঞ্জে জামায়াত নেতাকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

Spread the love

শহিদুল ইসলাম সুজন মানিকগঞ্জ,২ডিসেম্বর।।

জামায়াত নেতাকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
মানিকগঞ্জে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কৃঞ্চপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়দিন আগে ইউপি সদস্যের সঙ্গে চর কৃঞ্চপুর গ্রামে ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ নিয়ে গ্রামের অনেকের সঙ্গে কথাকাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার (১ ডিসেম্বর) বিকেলে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লা ও তার সহযোগীরা একই ওয়ার্ডের জামায়াতের সভাপতি সোলায়মান হোসেনকে চর কৃঞ্চপুর মহিলা মাদরাসা চত্বরে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মারধরের কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।

এ ঘটনার পরপরই রাতেই আহত জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লাসহ একই ওয়ার্ডের রিফাত, সজল, তারেক, স্বপন এবং জাসদ নেতা সোলায়মান খানের নাম উল্লেখ করে ও আরও ১০/১২ জনের অজ্ঞাত নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মামলার পরপরই রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

অন্যদিকে আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে জামায়াত নেতার ওপরে হামলার প্রতিবাদে কৃঞ্চপুর বাজারে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Scroll to Top