মানিকগঞ্জে জাগরণী কিশোর ক্লাবের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the love

মো : নোমান আহম্মেদ

মানিকগঞ্জে এইচ.এস.সি/আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ (রবিবার) দুপুরে জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘে এই সংবর্ধনার আয়োজন করে জাগরণী কিশোর ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ফারজানা প্রিয়াংকা। 

সংগঠনটির নির্বাহী পরিচালক আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘের সভাপতি মাহবুব জামাল চঞ্চল। শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি দেবেন্দ্র কলেজের ফয়সাল মাহমুদ। 

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজক ও অতিথিদের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

Scroll to Top