নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে জমির বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুপিয়ে জখম করার ঘটনায় আহতরা হলেন, ভাড়ারিয়া গ্রামের মৃত মোহন মোল্লার ছেলে সাহেব আলী (৬৫), মতিউর ওরফে মতিন (৪৩) রেজাউল ব্যাপারী (৩৯) ও পিংকী আক্তার।
তাদের মধ্যে সাহেব আলী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। মতিউর ও রেজাউলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার নথিপত্র থেকে জানা যায় ও বাদী শিল্পী আক্তার জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতায় গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে তাদের বংশের (শরীক) তায়েবের ছেলে রবিউল (৩৫), রাইসুল (৩২), মৃত আইনউদ্দিনের ছেলে মোস্তফা (৩৮), মজিবুর(৪৮) এবং মৃত তমিজউদদীনের ছেলে সালাম (৫৫) সহ ৫-৬ জন দেশিয় অস্ত্র চাপাতি, ছেন, লোহার রড নিয়ে তার পরিবারের লোকজনের উপর হামলা করে। রবিউল, রাইসুল ও সালাম চাপাতি ও ছেন দিয়ে আমার ভাই সাহেব আলী (৬৫), মতিউর ওরফে মতিন (৪৩) রেজাউল ব্যাপারী (৩৯) কে কুপিয়ে জখম করে। তাদের মধ্যে সাহেব আলী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। মতিউর ও রেজাউলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
সাহেব আলীর স্ত্রী আন্না বেগম বলেন, হামলাকারীদের হাতে চাপাতি, লোহার রড ও ছেন ছিল। তারা আমার স্বামীবও দেবরদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।
অভিযুক্তদের মধ্য রবিউলের নাম্বারে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি। মজিবুর জেলে থাকায় বক্তব্য পাওয়া যায় নি।
সদর থানা ওসি এসএম আমানউল্লাহ বলেন, আসামীদের একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।