মো:নোমান আহম্মেদ
মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশনের উদ্যাগে শনিবার সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে সারাদিন ব্যাপি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সভাপতি মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো:জাহাঙ্গীর আলম বিশ্বাস,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মো:ফারুক,পরিচালনায় সহ-সভাপতি মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন এইচ এম শাহরিয়া জুয়েল,সঞ্চালনায় সাধারণ সম্পাদক মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন মো:পলাশ মিয়া,সার্বিক ব্যাবস্থাপনায় ক্রীড়া সম্পাদক মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন রবিউল আওয়াল ও সহ-ক্রীড়া সম্পাদক মানিকগঞ্জ কোচিং অ্যাসোসিয়েশন মো:রাসেল হোসেন।
টুর্নামেন্টে, জসিম একাডেমি, Polash ICT care, সম্রাট একাডেমিক ইনস্টিটিউট, আইসিটি পাটশালা, Accounting lovers, বিজ্ঞান একাডেমি, অপু কোচিং এ্যান্ড অ্যাডমিশন ও শাহীন টিচিং সেন্টার মোট আটটি টিম খেলায় অংশ গ্রহণ করেন।
খেলা উদ্বোধনী শেষে, শাহীন টিচিং সেন্টার বনাম সম্রাট একাডেমিক ইনস্টিটিউটের প্রথম খেলা শুরু হয়ে ৬ অভার করে মোট ৬ টি ম্যাচ শেষে নক আউট পর্বের পর ফাইনাল খেলেন জসিম একাডেমি বনাম Accounting lovers । ফাইনাল খেলায় প্রথম ব্যাটিং করে Accounting lovers ৬ অভারে ৩৪ রান টার্গেট দেয় পরবর্তী ব্যাটিং করে জসিম একাডেমি ম্যাচ জয়ী হন।

খেলায় ম্যান অব দা ম্যাচ হিসেবে গণ্য হন, প্রথম রাউন্ডে ৩৬ রান ১ উইকেট করে ম্যান অব দা ম্যাচ হন শাহিন টিচিং সেন্টারের রায়ান, ৩৬ রান ১ উইকেট জসিম একাডেমির সিয়াম,২৬ রান ১ উইকেট করে আসিটি পাঠশালার আহাদ,হ্যাট্রিক ৩ উিইকেট করে Accounting lovers এর রবিউল, সেমিফাইনাল-১ এ ২৫ রান ০ উইকেটে ম্যান অব দা ম্যাচ জসিম একাডেমির মিতুল,সেমিফাইনাল-২ এ ৬ রান ১ উইকেট করে ম্যান অব দা ম্যাচ Accounting lovers এর জুবায়ের,ফাইনালে ২৪ রান ০ উইকেট করে করে ম্যান অব দা ম্যাচ জসিম একাডেমির মিতুল ও ৫৫ রান ১ উইকেট করে ম্যান অব দা টুর্নামেন্ট জসিম একাডেমির সিয়াম এবং Accounting lovers এর রাকিব ৫৬ রান করে বেস্ট ব্যাটার, Accounting lovers এর রবিউর বেস্ট বলার হিসেবে গণ্য হন।

পরবর্তীতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়, ম্যান অব দা ম্যাচ,ম্যান অব দা টুর্নামেন্ট ,বেস্ট ব্যাটার,বেস্ট বলার সহ চ্যাম্পিয়ন জসিম একাডেমি রানার্স আপ Accounting lovers সকলকে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকরা বলেন, এটি আমাদের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আরও বলেন, “ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও খেলাধুলার মধ্যে সঠিক সমন্বয় হওয়া প্রয়োজন, তাই আমরা এই খেলার আয়োজন করেছি।”
এভাবে ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।