মানিকগঞ্জে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

নোমান আহমেদ :

মানিকগঞ্জ তাহ্হিজুল কুরআনিল কারিম মাদ্রাসা মানিকগঞ্জের উদ্যোগে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন আজ সন্ধ্যায়  হয়েছে। মাদ্রাসার উপদেষ্টা হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে উদ্বোধনী কেরাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক, আল্লামা উবায়দুর রহমান খান নদভী (দা.বা.),

বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জাগ্রত কবি মুহিব খান ও শায়েখ ক্বারী ফারদান আদম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, মাওলানা ক্বারী আব্দুল আওয়াল, কেরাত সম্মেলনে বাংলাদেশসহ মিশর, তানজানিয়া,পাকিস্তান, আফ্রিকাসহ মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

Scroll to Top