মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Spread the love

মো:নোমান আহম্মেদ

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ (বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া অফিস আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এ সময় সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, পাওয়ার গ্রিডের নির্বাহি প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোশাররফ হোসেন বাদল, আব্দুল মোমিন, আবুল বাশার, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক ও শিশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে সাটুরিয়া ও সিংগাইর উপজেলার বালক দল অংশগ্রহণ করে এবং এক-এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে সিংগাইর উপজেলা সাটুরিয়া উপজেলাকে পরাজিত করে।

Scroll to Top