মানিকগঞ্জের যমুনা নদীর তীরে পাঁচ লাখ কৃষকের সমাবেশের প্রস্তুতি শুরু

Spread the love

মো:নোমান আহম্মেদ

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে পাঁচ লাখ কৃষকের সমাবেশের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এই বিশাল সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিব্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিএনপি ও কৃষকদলের কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জানান, “পাঁচ লাখ কৃষকের এই মহাসমাবেশে সারাদেশ থেকে কৃষকরা অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকবেন, পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।”

বক্তারা আরও বলেন, “সমাবেশের মূল লক্ষ্য হলো কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো। কৃষকবান্ধব নীতিমালা ও সহায়তা নিশ্চিত করার জন্য আমরা সবাই একযোগে কাজ করবো।”

প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই সমাবেশ সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে এই সমাবেশ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

Scroll to Top