মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

Spread the love

নিজিস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের ইউছুপ শেখ (৫৫)  নামে এক ব্যাক্তিকে  পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

 নিহতের পরিবার জানায়, গত ৯ই জানুয়ারি বৃহস্পতিবার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে তারই জের ধরে গত শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় অনুপ্রবেশকারীদের নিয়ে নিহত ইউছুপ শেখের বাড়ি ঢুকে একদল সন্ত্রাসী বাহিনী। পরে তার পরিবারের সবাইকে আহত করে নিহত ইউছুপ শেখ কে  নিজ বাড়ি থেকে টেনে হেঁচড়ে বাড়ির পাশে রাস্তায় এনে দেশীয় অস্ত্র শস্ত্র হয়ে প্রকাশ্যে নৃশংস ভাবে এলোপাতারি  লোহার রড, ইট দিয়ে গুরত্বর জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

 পবর্তীতে ইউছুপ শেখ কে  ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে পরে ।সেখান থেকে রেফাটৃ   মানিকগঞ্জ হাসপাতাল পরে সেখান থেকে রিফার করে ঢাকায় হাসপাতালে নেয়া হলে  কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা  নিহতের ঘটনার ইন্দনদাতাসহ সকল দোষীদের দৃষ্টান্ত মুলক সাজা চেয়ে ফাঁসির জোর দাবি জানিয়েছেন। 

এ বিষয় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে ২টি পরিবারের মধ্যে এই দূর্ঘটনা ঘটে পরবর্তী তে ঢাকা হাসপাতাল থেকে মৃত্যু হয় লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,  বিষয়টা আইনহত প্রক্রিয়াধীন চলছে।

Scroll to Top