মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোন শক্তিকেই ছাড় দেয়া হবেনা- মাদকদ্রব্য মহাপরিচালক

Spread the love

মো:নোমান আহম্মেদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকদ্রব নিয়ন্ত্রনে আমরা কোন শক্তিকেই ছাড় দেবনা।মাদকের ব্যবসা,ব্যবহারকারী,গডফাদার সহ মাদকের সাথে জড়িত সবাইকেই কঠোর হস্তে দমন করা হবে। মাদকের পরিমান কম বা বেশি যাই হোক আমরা সবাইকেই আইনের আওতায় আনা হবে।

 মানিকগঞ্জে আজ মঙ্গলবার সকালে সার্কিট হাউজে  দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক সমাজসহ অন্যান্য পেশাজীবীদের করণীয় শীর্ষক মাদকবিরোধী সেমিনার হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজিত সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানের সঞ্চালনায় 

অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন  অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মোকছেদুল মোমিন,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারেস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আহসানুল কবির বুলবুল,মানিকগঞ্জ প্রেসক্লাবের ্আহবায়ক মো:জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের অভিভাবকদের সতেচন হতে হবে।তেশের প্রতিটি তরুন-যুবকদেরিই নিজের সন্তান মনে করে মহব্বতের সাথে মাদক থেকে দূরে রাখতে হবে।সবাই মিলে কাজ করলে আমরা মাদকমুক্ত সমাজ বির্নিমান করতে পারবো। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ সেমিনারে মতামত ব্যক্ত করেন ও সক্রিয় অংশগ্রহন করেন।

Scroll to Top