মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ কমিটি বাতিলের দাবিতে ঢাকা- আরিচামহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীদের একাংশ। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এছাড়া কমিটি বাতিলের দাবি জানালে বর্তমান কমিটির নেতারা তিনজন আন্দোলনকারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় কমিটিকে ত্যাগী ও প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাআন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সম্প্রতি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ২১২ সদস্যের কমিটি অনুমোদন দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে একাংশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ