ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট করে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Spread the love

ডেস্ক রিপোর্ট

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট করে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধুরহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পটভূমি

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন রাজীব আহমেদ হেলু। পোস্টে তিনি লেখেন, “সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ”। এ ধরনের পোস্ট দিয়ে তিনি পুলিশের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে আত্মগোপনে চলে যান। তবে তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, তিনি আসলে দেশত্যাগ করেননি; বরং নিজ বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার ও মামলা

গ্রেপ্তারের পর জানা যায়, রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি। তিনি পুলিশের বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন। তবে ৫ আগস্টের পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত হয়। এসব মামলার আসামি হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশের বক্তব্য

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার রাজীব আহমেদ হেলু নাশকতাসহ তিনটি মামলার পলাতক আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) আদালতে সোপর্দ করা হবে।”

এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এ ধরনের বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Scroll to Top