মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বাগান থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,আটক ২

পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকায় একটি বাগান থেকে ৯ বছরের শিক্ষার্থী হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে তার নানা বাড়ির পাশের বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফসা মালঞ্চ ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। কয়েকদিন আগে হাফসা তার মায়ের সাথে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এর পর, খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা নানার বাড়ির পাশের বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাগানটি দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, দুর্বৃত্তরা শিশুটির কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে এবং পুলিশ বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিশু হত্যার শাস্তির বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে স্থানীয়দের মধ্যে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ