নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে (এনপিআই) অ্যাসেট প্রকল্পের অধীনে “স্কিল কম্পিটিশন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে মানিকগঞ্জের নারাঙ্গাই অবস্থিত এনপিআই হলরুমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিআইয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান ও সঞ্চালনায় ছিলেন পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পি আই ইউ) ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস আলী, এবং নর্থ প্যাসিফিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র শিকদারসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৭টি ভিন্ন প্রকল্পে শিক্ষার্থীরা বিভিন্ন টেকনোলজি থেকে অংশগ্রহণ করেন এবং তাদের দক্ষতা প্রদর্শন করেন। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের স্কিল কম্পিটিশন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগায় এবং তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।