ঘিওর সংবাদদাতা:
মানিকগঞ্জের সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন।
বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার,বিদ্যালয়ের পরিচালক (পরিবেশ ও বাণিজ্য) ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতাউল হক আতা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব , উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী।