মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে-রিতা

মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের নয়া সভাপতি পিনু ও তানিম সাধারণ সম্পাদক নির্বাচিত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক অশুভ শক্তিগুলো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এবারের নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। গতকাল দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যারা জিয়া পরিষদের আদর্শে বিশ্বাসী শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী তারা এই দেশের মেধাবী শ্রেণির প্রতিনিধি। জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংগঠন গঠন করেছিলেন, যাতে দেশের প্রতিটি ক্ষেত্রের দেশপ্রেমিক মানুষ একত্রিত হতে পারে।নির্বাচনী প্রচারণায় আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। তারা আওয়ামী লীগের আমলের দুঃশাসনের গল্প শুনাচ্ছেন। সভায় জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি খাদেমুল ইসলাম পিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ. ফ. ম. নূরতাজ আলম বাহার, যুগ্ম মহাসচিব কৃষিবিদ মানোয়ারুল ইসলাম এনাম, অধ্যাপক আবুল কালাম আজাদ ও প্রকৌশলী রুহুল আলম প্রমুখ ।অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শামসুর রহমান দোলনচাঁপা।

সভা শেষে খাদেমুল ইসলাম পিনুকে পুনরায় সভাপতি এবং কৃষিবিদ তানিম ইকবাল রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা করে জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার ১১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ