দাউদ ইসলাম খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Spread the love

মো: নোমান আহম্মেদ

মানিকগঞ্জে দাউদ ইসলাম খান‌ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার)ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ জাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা কৃষকদলের সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। তরুণ জাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি’র যুগ্মসম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল মাহমুদ খান।

Scroll to Top