তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে ঘিওরে কর্মশালা

Spread the love

মো:নোমান আহম্মেদ

মঙ্গলবার  সকালে জাতীয় মহিলা সংস্থা ঘিওর উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে  উপজেলা পরিষদ প্রাঙ্গনে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রবাস চন্দ্র রায়। 

এসময় ঘিওর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন  সহকারী কমিশনার নুরজাহান আক্তার সাথী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ঘিওর প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও  প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাস চন্দ্র রায়  বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে।  

এসময় তিনি আরও বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে ড. মানোয়ার হোসেন মোল্লা   বলেন, ঘিওরে  তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে।

এসময় তিনি আরও বলেন, ঘিওরে  তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কর্মাস, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই ৫টি বিষয়ে প্রশিক্ষণ চলমান রয়েছে আর এই প্রশিক্ষণ গ্রহণ করে অসংখ্য নারী তাদের কর্মসংস্থানের নতুন যাত্রা শুরু করেছে।

Scroll to Top