মো:নোমান আহম্মেদ
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় শহরে ওলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দা হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদপন্থীরা টঙ্গীতে মসজিদের ভেতর দা বটি নিয়ে ঢুকে আক্রমণ চালিয়েছে ।তারা কুফরি কাজ করেছে ।মানিকগঞ্জের কোন মসজিদে তাদের ঢুকতে দেওয়া হবে না, প্রয়োজনে লাঠি সোটা নিয়ে দাড়িয়ে থাকবেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার মুসল্লি ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এর আগে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।