মাহিদুল ইসলাম মাহি:
মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা বাজারে গোডাউন থেকে ৫৬ বস্তা সরিষা চুরির ঘটনা ঘটেছে।
রোববার দিবগাত মধ্যরাত সাড়ে তিনটার পর বাজারের শামিম এন্টারপ্রাইজ নামের সরিষা গোডাউন এ এ চুরির ঘটনা ঘটে। দোকানটির কর্ণধার মো. ইব্রাহিম।
শামিম এন্টারপ্রাইজ এর পরিচালক শিহাব উদ্দিন জানান, সিসিটিভির ভিডিও ফুটেজ এ দেখা যায়, রাত সাড়ে তিনটার পর পিক-আপ নিয়ে ৩-৪ জন চোর আসে। পরে গোডাউন এর তালা ভেঙে ৮০ কেজির ২৮ বস্তা সরিষা চুরি করে নিয়ে যায়। আজ সকালে গোডাউনে গেলে তালা ভাঙা অবস্থায় দেখেন তারা। পরে ভিতরে গিয়ে ২৮ বস্তা সরিষা খুঁজে পাননি। গোডাউন এ ১০০ টনের মতো ভুট্টা আর ধান থাকলেও সরিষার মূল্য বেশি বলে সরিষা নিয়ে গেছে বলেও দাবি তার।
এ বিষয়ে আজ সোমবার দুপুরে থানায় অভিযোগ দিলে পুলিশ গোডাউন এ গিয়ে তদন্ত করেছে বলেও জানান তিনি।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে