চোখজুড়ানো শর্ষে ফুল
চোখজুড়ানো শর্ষে ফুল। ভারত উপমহাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শর্ষে চাষ করা হয়। বাংলাদেশেও একটি গুরুত্বপূর্ণ ফসল এই শর্ষে। ভোজ্যতেলের দাম বাড়ার কারণে রাজশাহী অঞ্চলে শর্ষের আবাদ বাড়ছে। শর্ষে চাষে আগ্রহের পেছনে রয়েছে উৎপাদনে কম খরচও। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জুগলিডাইং এলাকা থেকে তোলা ছবি নিয়ে আজকের গল্প।
🕙 প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ । ৯:০৮ পূর্বাহ্ণ

