শুক্রবার

১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির শোক

🕙 প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৮ পূর্বাহ্ণ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)।
বাংলাদেশের রাজনীতিতে আপসহীন ও দৃঢ়চেতা এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে মানিকগঞ্জসহ সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বি.এম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। একজন সাধারণ গৃহিণী থেকে দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথচলা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল ও অনন্য দৃষ্টান্ত।’
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের বিভিন্ন ক্রান্তিকালে তিনি দৃঢ় অবস্থান নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।
বিশেষ করে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে তাঁর কালজয়ী ভূমিকার কারণে তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন বলেও উল্লেখ করা হয়।
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ