বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খান-বানিয়াড়ায় শীতকালীন ফুটবল উৎসব-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:৩৪ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের খান-বানিয়াড়ায় আগামী শীতকালীন ফুটবল উৎসব-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে খান-বানিয়াড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন ও বিশেষ আলোচনা সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলা পরিচালনা এবং আয়োজনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তারুণ্যকে ঐক্যবদ্ধ ও উৎসবমুখর করার লক্ষ্যে খান-বানিয়াড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে মানিকগঞ্জ জেলার অন্যতম বড় ক্রীড়া আসর ‘খান-বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব-২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার, বেলা ১২টায় খান-বানিয়াড়া খেলার মাঠ প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উপস্থিত সাংবাদিকবৃন্দ

আয়োজকরা আরও জানান, এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার, বেলা ১২টায়, একই ভেন্যুতে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জনপ্রিয় ফুটবল তারকা জামাল ভূইয়া। এছাড়া গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য জনাব মঈনুল ইসলাম খান শান্ত।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে প্রতি ম্যাচে দেশের পাশাপাশি বিদেশি মানের দুর্দান্ত খেলোয়াড়দের অংশগ্রহণ থাকবে। উপদেষ্টা-আয়োজক কমিটিতে রয়েছেন ইখতিয়ার উদ্দিন খান টুয়েলসহ অভিজ্ঞ ক্রীড়া সংগঠকরা। আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নাফিসা আনজুম খান, নূরে এ জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয় ও আজিম খান। উপদেষ্টা-আয়োজক কমিটিতে আরও রয়েছেন শফিকুল আলম চন্দন। অতিথি আপ্যায়ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মুরাদ হোসেন খান এবং মাঠ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন আল ফাত্তাহ খান মিন্টু।
প্রেস কনফারেন্সে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ফুটবল উৎসবকে সফলভাবে আয়োজন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রেসক্লাবের সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ী ভাই-বোনদের সহযোগিতা ও উপস্থিতি এই আয়োজনকে আরও সফল ও প্রাণবন্ত করে তুলবে। এ উপলক্ষে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ