এনপিআই ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

Spread the love

মাহিদুল ইসলাম মাহি 

মানিকগঞ্জের সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ল্যাব পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন জন প্রতিনিধি। বুধবার পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দলে বিশেষজ্ঞ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শামস- উদ -দীন,  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক শেখ আল আমিন ছিলেন।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইলেকট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  ল্যাব,  লাইব্রেরি ও ভৌত অবকাঠামোগত সুযোগ সুবিধা পরিদর্শন করেন তারা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ও করেন পরিদর্শনে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরা।

পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুর রহমান,  সদস্য ইঞ্জিনিয়ার মো. ইদরীস আলী, এফএমএ সালাম, মহাদেব কুন্ডু, মোহাম্মদ মাহবুবুল আলম,  তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড একেএম ফরমজুল হক, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সৌরভ বিশ্বাস, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ খালেদ সাইফুল্লাহসহ শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Scroll to Top