এটিএম আজহারের মুক্তি এবং নিবন্ধন পূর্নবহলের দাবিতে মানিকগঞ্জে জামায়তের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

মো:নোমান আহম্মেদ

জামায়াত নেতা এটিএম আজহারুলের মুক্তির এবং নিবন্ধন পূর্নবহলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত। আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর  অঞ্চলের সহকারী,মানিকগঞ্জ-৩ আসনের এমপি পার্থী নেতা মাওলানা দেলওয়ার হুসাইন বলেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামায়াত করার কারণেই তখনকার (২০১১) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করে সাজানো মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত করে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অতিদ্রুত মজলুম জননেতা এটিএম আজহারকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগণের নেতাকে জনগণই মুক্ত করে আনবে। সেই সাথে

জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। 

জেলা আমীর মাওলানা হাফেজ মো: কামরুল ইসলাম বলেন, আগস্ট বিপ্লবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে নামলেও নিষিদ্ধ করা হয়েছিল শুধুমাত্র জামায়াতকে। অবিলম্বে জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।তা না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা দেয়া হবে।

বিক্ষোভ ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম,ছারাও উপস্থিত ছিলেন অফিস সম্পাদক রজ্জব আলী,উলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান,আইন বিষয়ে সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসাইন,আইটি সম্পাদক ইন্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন এবং জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Scroll to Top