জমকালো আয়োজন ও উৎসবমুখোর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেট ২০২৬ এর ফাইনাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে পৌর শহরের মিস্টার খান মডেল টাউন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাংশা হিটার্সকে পরাজিত করে রিভেন্স ফাইট অব কাংশা বিজয়ী হন।
এদিন রাত ৯ টার দিকে কাংশা ছহির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমানের সভাপতিত্বে খেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আমিনুর ইসলাম ও রমজান আলী।
খেলা শেষে বিজয়ী রিভেন্স ফাইট অব কাংশা ও রানার্সআপ দল কাংশা হিটার্স- এর খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিধিনি হাফেজ মোঃ হাবিবুর রহমান রাজিব ও সম্মানিত অতিথি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাজহারুল ইসলামসহ উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিস্টার খান মডেল টাউনের স্বত্বাধিকারী আব্দুর রহমান খান, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোবারক হোসেন, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান বিশ্বাস, শীর্ষনিউজ ডটকমের মাল্টিমিডিয়ার প্রধান কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান রনি, জিএম টিভির আব্দুল গফুর উপস্থিত ছিলনে।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাসির টিভিএস-এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন, ব্যবসায়ী মাহবুবুর রহমান খোকন, মোতাহারুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাইফুল ইসলাম, চান মিয়া ফকির, অ্যাডভোকেট মাকসুদা খানম, নিজাম উদ্দিন ফকির, বিজয়ী দল রিভেন্স ফাইট অব কাংশার টিম ম্যানেজার ইঞ্জিনিয়ার আবু নাঈম, অধিনায়ক আবু সায়েম, রানার্সআপ দল কাংশা হিটার্স-এর টিম ম্যানেজার ও অধিনায়ক লাদেন হোসেনসহ সকল খেলোয়ার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবমুখোর পরিবেশে সিঙ্গাইরে কাংশা প্রিমিয়ারলীগের শর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত
🕙 প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৩ পূর্বাহ্ণ

