মো:নোমান আহম্মেদ
শনিবার সকালে দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ মানিকগঞ্জের আয়োজনে দিঘী ইউনিয়নে ইসলামি কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হেড মুহাদ্দিস,মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সভাপতি দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ,মানিকগঞ্জের মুফতি জাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও ইসলামিক স্কলার শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন,সার্বিক ব্যবস্থাপনায় সাধারণ সম্পাদক দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের হাপেজ মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ারসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানে জয়ীসহ সকলকে পুরষ্কার বিতরণ করা হয়,কুইজ প্রতিযোগিতায় সকলের নম্বর এক হওয়ায় লটারির মাধ্যমে প্রথম ৫ জনকে বাছাই করে তাদের মধ্য প্রথম জনকে পাঁচ হাজার দ্বিতীয় জনকে চার হাজার তৃতীয় জনকে তিন হাজার চতুর্থ জনকে দুই হাজার ও পঞ্চম জনকে দুই হাজার টাকা নগদ প্রদান করা হয়। বাকী সকলকে শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
আয়োজকরা বলেন,দীর্ঘদিন একটি শ্বাসনতন্ত্রের কারণে আমরা এইরকম ইসলামিক অনুষ্ঠান করতে পারিনি সাধারণজ্ঞান আমরা কাওকে দিতে পারিনি কিন্ত এখন আমরা তরুণদের মাধ্যমে সেই সুযোগ পেয়েছি আমরা এই রকম অনুষ্ঠান আগামীতে আরো বড় পরিসরে করবো।