মো:নোমান আহম্মেদ
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার বলেন, “সবার চাহিদা অনুযায়ী একটি অবাধ নির্বাচন আয়োজন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। এজন্য মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করি।” তিনি আরও জানান, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
তিনি বলেন এ বছর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা তৈরি করায় ১৬ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে যা নির্বাচন কমিশনের একটি বড় উদ্যোগ। আনোয়ারুল ইসলাম বলেন, “এটি প্রথমবারের মতো ঘটছে, এবং এর ফলে ভোটার তালিকা আরও নির্ভুল হবে, যার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হবে।”
নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচনী সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে পরিবর্তন আসবে, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”
এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামি জাতীয় নির্বাচনে সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এতে সবার আস্থা তৈরি হবে।
এসময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, ওসি আল মামুন,এসিল্যান্ড এসএম ফয়েজ উদ্দিন আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন তার কাজের সঙ্গে সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।